রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর কাটাখালীতে সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ ও মতবিনিময় করেছেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এসময় তিনি স্থানীয়দের মাঝে লিফলেট বিতরণ ও পথসভা করেন।
দীর্ঘ সময় ধরেই সাধারণ মানুষের মাঝে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে গণসংযোগ করছেন আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ। এরই অংশ হিসেবে আজ শুক্রবার বিকেলে তিনি পবা উপজেলার কাটাখালী পৌর এলাকায় যান। সেখানে তিনি সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারিদের সাথে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন। এসময় তিনি কাটাখালী বাজারে পথসভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
আসাদ বলেন, অপপ্রচারে কান দেবেন না। বিরোধীদের অপপ্রচার শুনলে মনে হবে বর্তমান সরকারের সময়ে দেশে কিছুই হয়নি। কিন্তু সত্যি কি তাই? নিজের বিবেককে কাজে লাগিয়ে ভেবে দেখেনতো ১৫ বছর আগে আমরা কেমন ছিলাম আর এখন কেমন আছি। প্রতিটি মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, জীবনযাত্রার মান বেড়েছে।
এটা সম্ভব হয়েছে দেশ পরিচালনায় জননেন্ত্রী শেখ হাসনার বলিষ্ট নেতৃত্বে। গ্রামের খেটে খাওয়া মানুষও এখন দু বেলা ভালো খাবার খাওয়ার চেষ্টা করেন। ভেবে দেখেনতো ১৫ বছর আগে বিদ্যুতের কী অবস্থা ছিলো ? আপনার বাড়ির আশপাশের রাস্তা ঘাটের কী অবস্থা ছিলো? যোগাযোগ ব্যবস্থা কত খারাপ ছিলো? ভেবে দেখুনতো ডিজিটাল বাংলাদেশের কত সুবিধা পাচ্ছেন।
কত কম টাকায় এখন আমরা দেশে বিদেশে কথা বলতে পারি মোবাইলে। স্বল্প খরচে বিদেশে আপনজনদের সাথে ভিডিও কলে কথা বলতে পারি। এভাবে বলতে গেলে বহু উন্নয়নের কথা বলা যাবে। অথচ অপপ্রচারকারীরা এসব উন্নয়নকে ধুলিস্বাত করতে মিথ্যাচার করছে।
স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে আসাদ বলেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। আর এভাবেই ষড়যন্ত্রকারীদের অপপ্রচারের জবাব দিতে হবে। যারা বিগত ১৪ বছরের উন্নয়ন দেখেও না দেখার ভান করে তাদের সামনে এগিয়ে চলা বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে তুলে ধরতে হবে। মিথ্যাচারের জবাব দিতে হবে এভাবেই। প্রতিটি দলীয় কর্মীকে এই ভূমিকা পালন করার আহবান জানান আসাদ।
কাটাখালী পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল খালেকের সভাপতিত্বে পথসভা সঞ্চালনা করেন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক। এতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ।
জেলা আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলাম মিরাজ, মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান, জেলা ওলামা লীগের সভাপতি আইনুল ইসলাম, পারিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভুলু, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মাসুম।
মোহনপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মজিবুর মাস্টার, কাটাখালি পৌর সভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়া, তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালু, চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক।
পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দিলবার আলী,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুহু, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলু, সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, কাটাখালি পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইসরাফিল আওয়াল।
ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক টিংকু সাহা নওহাটা ছাত্রলীগের সভাপতি ইসলাম সাধারণ সম্পাদক রুমেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আব্দুর রশিদ, জিয়াউর রহমান মাস্টার, জনি, মহাব্বত, সাদ্দামসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]