নিজস্ব প্রতিবেদকঃ
মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন 'বিজয়ী নারী উন্নয়ন সংস্থা সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। আজ ৪ঠা ডিসেম্বর পুরান বাজারের ১নং ওয়ার্ডের আল নূরানী মাদ্রাসায় বিজয়ীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
মাদ্রাসার পরিচালক ওয়াদুদ হুজুরের পরিচালনায় তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে উপস্থািত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী এর ভলেনটিয়ার মরিয়ম আক্তার, কান্তা দে সহ বিজয়ীর নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]