শওকত আলী অঙ্কুর ঝিনাইদহ জেলা প্রতিনিধি
হাসি মুখে রক্তদান বাঁচতে পারে লক্ষ প্রাণ এই স্লোগানকে সামনে রেখে গত ৫ বছর যাবত কয়েক হাজার রক্তের চাহিদা পুরণসহ প্রতিনিয়ত অত্র এলাকার অসুস্থ রোগীদের বিনা মূল্যে রক্তের প্রয়োজন মিটিয়ে থাকে প্রতিষ্ঠানটি। ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি. শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের নতুন কমিটি গঠনের জন্য কোটচাঁদপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স হল রুমে সভার আয়োজন করা হয়। ১ বছর মেয়াদী নতুন কমিটির সভাপতি হোন শিক্ষক মোঃ মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ আঃ আলিম ও অর্থ সম্পাদক হোন মোঃ মেহেদী হাসান। পরিচালনা পর্ষদ এর পরিচালক নির্বাচিত হোন সরকারী কেসি কলেজ ঝিনাইদহ এর অধ্যাপক মোঃ আলমগীর হোসাইন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মো: ইছাহক আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোটচাঁদপুর সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো: মফিজুর রহমান (মফিজ), বিশিষ্ট ব্যবসায়ী মো: সোহরাব হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: রবিউল ইসলাম (খোকন), নিউ লাইফ হাসপাতালের পরিচালক ডা.মো: হাসানুজ্জামান (জনি), সাংবাদিক ও মানবাধিকার কর্মি মোঃ রেজাউল করিম, সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান, সাংবাদিক মোঃ রোকনুজ্জামান, সংগঠনের পরিচালনা পর্ষদ পরিচালক মো: আলমগীর হুসাইন, মো: ওমর ফারুক, মো: আব্দুল, আলিম, এছাড়াও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। কোটচাঁদপুর ব্লাড ব্যাংক পরিচালক মো: আলমগীর হুসাইন বলেন, আমরা কোটচাঁদপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার মানুষের জন্য বিনা মূল্যে রক্তের ব্যবস্থা করে থাকি। পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং মানবিক সমাজ কাঠামো গড়ে তোলার জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোটচাঁদপুর ব্লাড ব্যাংক রক্ত ও মানবিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সকলের সহযোগীতা ছাড়া কোন ব্যক্তি বা সংগঠনের একার পক্ষে মুমূর্ষু রোগীর জন্য রক্তের চাহিদা পূরণ করা সম্ভব না এক্ষেত্রে তিনি অত্র এলাকার সচেতন মহলের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]