মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ায় পুলিশের কনস্টেবল পদে পরিক্ষা দিতে আসা ভূয়া পরিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ। গত রবিবার (২৪ই নভেম্বরে) বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার সময় বগুড়া পুলিশ লাইন্সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৬ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া জেলার সদর থানাধীন পুলিশ লাইন্স রিজার্ভ অফিসের ২য় তলায় পুলিশ সুপার জেদান আল মুসা'র অফিস কক্ষে অনুষ্ঠিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় সন্দেহজনক আচরণের কারনে ১২ জন অভিযুক্ত ব্যক্তিকে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা স্বীকার করে যে তারা প্রতারণা করেছে।
পরবর্তীতে তাহাদের স্বীকারোক্তির ভিত্তিতে আরও ৪ জন প্রতারক চক্রের সদস্যকে রবিবার ২৪ ই নভেম্বরে রাত্রি ১১ টা ৩০ মিনিটে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট হইতে ৬টি ব্ল্যাংক স্ট্যাম্প এবং ২টি ব্ল্যাংক ব্যাংক চেক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার সোনাতলা থানাধীন পূর্বতেকানী এলাকার আব্দুল মান্নানের ছেলে সৈকত মিয়া (১৯), শিবগঞ্জ থানার মোস্তফাপুর এলাকার আবু তাহেরের ছেলে জিসান ইসলাম (১৯), সারিয়াকান্দি থানাধীন সোলার তাইড় এলাকার জহুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাকিব (২০), ধুনট থানার ধামাচামা গ্রামের সিপন মিয়ার ছেলে সিয়াম সরকার (১৯), শিবগঞ্জ থানার পার আচলাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রতন মিয়া (১৯), লক্ষীকোলা গ্রামের আজিজুল হকের ছেলে আবিদ হাসান (২০), সোনাতলা থানার হলিদাবগা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হাসিবুল হাসান ফাইম (১৯), ধুনট থানার চাপড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সামিউল ইসলাম সিয়াম (২০), শেরপুর থানার শিবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান(১৯), ধুনট থানার নলডাঙ্গা গ্রামের মঞ্জুরুল হকের ছেলে ফজলে রাব্বি (২০), গাবতলী থানার গজারিয়া এলাকার তারাজুল ইসলামের ছেলে ফুয়াদ আলী (২০), সোনাতলা থানার হলিদাবগা এলাকার মৃত আমির হোসেনের ছেলে শাহীন আলম (২০), শিবগঞ্জ থানার খামটা বিষ্ণপুর গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে বুলবুল ইসলাম (৩১), গাবতলী থানার সুখানপুকুর ইউনিয়নের চকডঙর গ্রামের মহাসিন আলীর ছেলে ফজলুল কবির ওরফে সোহাগ (৩৫), এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোকদহ কলোনী এলাকার মৃত ইমান হোসেনের ছেলে আতিকুল ইসলাম (২৯), ও সাতানা বালুয়া গ্রামের মৃত আনতাজ আলীর ছেলে রাসেল (২১)। সোমবার (২৫ নভেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ ট্রাফিক ও মিডিয়া উইং সুমন রঞ্জন সরকার। এ সময় তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]