বিশেষ প্রতিনিধিঃ
গুগল ম্যাপে গাড়ি চালিয়ে তিনজনের মৃত্যু গত ২৩ নভেম্বর ২০২৪, শনিবার ভারতের উত্তর প্রদেশের বেরেলি শহরে ঘটে একটি মর্মান্তিক দুর্ঘটনা। গুগল ম্যাপের নির্দেশনায় ভুল পথে চলে গিয়ে একটি গাড়ি নির্মাণাধীন সেতু থেকে ৫০ ফুট নিচে রামগঙ্গা নদীতে পড়ে যায়, যার ফলে তিনজনের মৃত্যু ঘটে। জানা গেছে, নিহতরা সবাই গুরুগ্রামের বাসিন্দা এবং বেরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথ অচেনা হওয়ায়, তারা গুগল ম্যাপের সাহায্য নেন। তবে, গুগল ম্যাপ ভুল নির্দেশনা দিয়ে নির্মাণাধীন সেতুর রাস্তা দেখায়। চালক সেই পথ অনুসরণ করেই দুর্ঘটনার শিকার হন। গাড়িটি সেতু থেকে নিচে পড়ে গিয়ে নদীতে ডুবে যায়।
রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। দ্রুত উদ্ধার কাজ চালানোর পর গাড়ির দরজা খুলে দেখা যায়, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে দুই যুবকের নাম জানা গেছে, তৃতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি। এদিকে, নিহতদের পরিবার স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা প্রশ্ন তুলেছে, নির্মাণাধীন সেতুতে পথ আটকানোর জন্য কেন ব্যারিকেড ছিল না। নিহতদের পরিবারের পক্ষ থেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানানো হয়েছে।
এই দুর্ঘটনাটি গুগল ম্যাপের ভুল নির্দেশনার কারণে একটি মর্মান্তিক পরিণতির দিকে গড়িয়েছে, এবং তা নিয়ে নতুন করে সবার মধ্যে সচেতনতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]