কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চট্টগ্রামেরপূর্বাহ্ণ কর্ণফুলীতে আগুনে ভস্মিভূত হয়েছে দুই ভাইয়ের সহায়-সম্বল। রবিবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের (১ নম্বর ওয়ার্ড) শাহ ছমিউদ্দিন মাজারের পাশে তাদের দুই ভাইয়ের দুটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শর্টসার্কিট থেকে লাগা আগুনে তাদের একটি কুলিং কর্ণারের দোকান ও আরেকটি হার্ডওয়্যার পণ্যের দোকানের যাবতীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা হলেন-চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ড ঘটনাস্থল এলাকার এবাদুল হকের ছেলে মো. শাহজাহান (৪২) এবং তার ভাই মো. সাইফুল (৩৫)। চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বর) সাইফুদ্দিন মানিক বলেন, ঘটনাস্থলের একটি ভবনের নিচ তলায় তাদের দুই ভাইয়ের দুইটি দোকান ছিল। রাতে আগুন লেগে তাদের দোকানগুলো সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে।
আগুন লাগা ভবনটির উপর তলায় থাকা ব্যাংকার শারমিন আক্তার মণি বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে আমি ৯৯৯ এ ফোন করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তাদের দুইটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কর্ণফুলী ফায়ার সার্ভিস জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনলে দুটি দোকান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]