শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ গ্রামডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা শাখার সাধারণ সভা ও ত্রিবার্ষিক সম্মেলন শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি গ্রামডাক্তার আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার শেখ শরিফুল ইসলাম এর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সহসভাপতি রওশন আলী, গ্রামডাক্তার আদিত্য সরকার, নির্মল কুমার, কামাল পাশা, শেখ শহিদুল ইসলাম শহীদ, আব্দুল আজিজ, নাসির হোসেন, রমেশ চন্দ্র বিশাস প্রমুখ। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় ও জেলা কমিটির বাস্তবায়নে উপজেলা ১২ইউনিয়নের সকল গ্রামডাক্তারকে অনলাইন ডাটাবেজের আওতায় আনার বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভার দ্বিতীয় পর্বে গ্রামডাক্তার শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে ১২টি ইউনিয়ন থেকে ৩ জন গ্রামডাক্তার ডেলিগেটের উপস্থিতিতে নির্বাচনে মোট ৩৬ ভোটারের মাধ্যমে কালিগঞ্জ উপজেলা গ্রামডাক্তারদের ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গ্রামডাক্তার মোঃ আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে গ্রামডাক্তার শেখ শরিফুল ইসলাম। ২৫সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি আব্দুল গফুর, সহসভাপতি শেখ রওশন আলী, সহসভাপতি এম এ কাদের, সহ-সাধারণ সম্পাদক আমিন আহমেদ আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ নাসির হোসেন, প্রচার সম্পাদক নির্মল কুমার, সংস্কৃতিক সম্পাদক রমেশ চন্দ্র বিশ্বাস, ক্রীড়া সম্পাদক বাবুল আক্তার, নির্বাহী সদস্য যথাক্রমে গ্রামডাক্তার কামাল পাশা, এস এম আব্দুর রব মিন্টু, মোহাম্মদ সাইফুল ইসলাম, আব্দুল আজিজ, পরিতোষ কুমার সরকার, আলমগীর হোসেন, আবু মুসা, আনারুল ইসলাম, মিজানুর রহমান, আদিত্য কুমার সরকার, সিরাজুল ইসলাম প্রমুখ। দ্রæতসময়ে উপজেলার ১২ইউনিয়নে সভার আয়োজন করে ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]