কামরুল ইসলাম চট্টগ্রামঃ
লোহাগাড়া উপজেলার চুনতী নারিচা এলাকা সহ বিভিন্ন জায়গায় পাহাড় কেটে অন্যত্র নিয়ে যাওয়া সহ পাহাড় কেটে দালান নির্মাণ এতে করে বন্যপ্রাণীরা হারাচ্ছে তাদের বসত স্থান। এতে করে বন্য হাতি লোকালয়ে হামলা করছে। এই বিষয়ে সংবাদ পেয়ে প্রতিনিদি পরিদর্শন করতে গিয়ে দেখা যায় বিভিন্ন পাহাড় কাটা চলছে সাংবাদিক এসেছে শুনে পুরুষ লোক গুলো বাড়ি ছেড়ে পালিয়ে যায় মহিলারা বলেন আমাদের কাছে বন্দোবস্তির কাগজ আছে কিন্তু দেখাতে বলেন প্রতিনিধি কিন্তু কাগজ না দেখিয়ে প্রতিনিধির সাথে অশোভনীয় আচরণ করেন। জায়গা গুলো রক্ষা করার দায়িত্ব লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং ডলু বিট কর্মকর্তার অথচ ডলু বিট কর্মকর্তার অফিসে গিয়ে দেখা যায় অফিসে তালা বন্ধ। চেক পোস্টে গিয়ে কাউকে চোখে পড়েনি তাই ডলু বিট কর্মকর্তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অবশেষে লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার ভূমি কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনে কোন প্রকারেয় যোগাযোগ করা সম্ভব হয়নি অফিসে গিয়ে ও উনাদের পাওয়া যায়নি। এই বিষয়ে এলাকাবাসী বলেন পাহাড় দখলের বিষয়ে প্রশাসন অবগত আছে আর না হয় দিন দুপুরে কি ভাবে পাহাড় কাটা চলছে চুনতী নারিচা দক্ষিণ পাড়া নামক এলাকায় গিয়ে আবারও চোখে পড়ে পাহাড় কাটা চলছে এই বিষয়ে গফুরের চোট ভাই আবদুল্লার নেতৃত্বে পাহাড় কেটে দালান নির্মাণ খরছে এই বিষয়ে আবদুল্লার পরিবার বলেন উনি বাড়িতে নেই আবদুল্লার পরিবার আবদুল্লাকে মোবাইল করলে মোবাইলে আবদুল্লা বলেন আপনাদের কোন কাজ নেই এই বিষয়ে লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও ইনামুল হাছান সহ সহকারী কমিশনার ভূমি এবং ডলু বিট কর্মকর্তাকে ম্যানেজ করে পাহাড় কাটা চলছে এবং এই জায়গায় বহুতল ভবনের কাজ চলছে প্রশাসন কে ম্যানেজ না করে কি দিনের বেলায় পাহাড় কাটা চলছে এবং বাড়ি নির্মাণের কাজ করছি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]