জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামের আরিফুল ইসলামের প্রায় দুই একর মাছ চাষ করার জমিতে বিষ প্রয়োগ করে প্রায় ৪০ মন মাছ মেরে ফেলার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা ।
তথ্যসূত্রে জানা যায়, ভুক্তভোগী আরিফুল ইসলাম নলদাইর গ্রামের হাসমত আলীর ছেলে। ভুক্তভোগী আরিফুল ইসলাম বলেন গতকাল রাত্রে কে বা কারা আমার মাছ চাষ করা পুকুরে বিষ প্রয়োগ করে আমার প্রায় ৪০ মন মাছ মেরে ফেলে এতে আমার আর্থিকভাবে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষতি হয় । যদিও আমি দেখিনি কে বিষ প্রয়োগ করেছে তবে প্রতিবেশী রনির সাথে পূর্বে থেকেই আমার বিরোধ চলে আসিতেছে এবং ইতিপূর্বেও আমার মাছ চাষ করা পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছিল ।
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা মোঃ হাসমত আলী শেখ ও মাতা আন্না বেগম উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিচারের দাবি করেন।
এছাড়াও স্থানীয় জনি মিয়া, বারেক মিয়া, খলিল মিয়া সহ এলাকার সকলেই উক্ত ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিচারের দাবি করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁদ মিয়া বলেন এখন পর্যন্ত উপযুক্ত ঘটনার কোন প্রকার অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত-পূর্বক ব্যবস্থা গ্রহণ করব ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]