মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলার প্রতিনিধিঃ
গাইবান্ধা ফুলছড়ি উপজেলা দক্ষিণ উদাখালী গ্রামে প্রতিপক্ষ কর্তৃক ১৪৪ ধারা আদেশ অপেক্ষা করে সন্ত্রাসী হামলা মারপিট সংঘর্ষে নয় মিয়া আব্দুল হামিদ মজিবর রহমান গুরুতর আহত হয় আহতরাউদাখালি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতদের এক পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
হামলার সংঘর্ষে বিবরণে আহতরা জানায় মামলার প্রতিপক্ষ বাবলু মিয়া সুইট মিয়া সাইদুল ইসলাম আয়নাল হক সাথে বেশ কিছুদিন থেকে জমিনের বিরোধ চলে আসছিল উক্ত বিরোধের জেট ধরে প্রতিপক্ষরা প্রায় সময় প্রার্থী পুকুর বাশঝাড় বেদখল করার উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে উক্ত হুমকি প্রেক্ষিতে ।
উড়ফি মিয়া বাদী হয়ে গাইবান্ধার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪১ ২০২২ ধারা একটি পিটিশন মামলা দায়ের করেন উক্ত মামলার আদালত ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপর আদেশ প্রদান করেন এদিকে ফুলছড়ি থানার আদালতে নোটিশ দ্বারা উভয়পক্ষে জ্ঞাত ও করেন।
যাতে করে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং উভয়পক্ষ স স অবস্থায় থাকেন, উক্ত নোটিশ পাওয়ার পর প্রতিপক্ষরা মামলার প্রার্থী ও তার পরিবারবর্গকে বিভিন্ন মার মুখী হুমকি প্রদর্শন করে বলে জমি বাঁশঝাড় পুকুর সব দখল করে নিবে,ওই যে ধরে হামলা মারপিট সকলের পরিকল্পনা করে সকল প্রতিপক্ষরা ১৩ই জুলাই।
বৃহস্পতিবার প্রার্থী তফসিল বর্ণিত দলীয় মৌজা উজাখালি চেয়ারম্যান ২৫ এসে খতিয়ান নং ৪৪৩ পুরাতন ডাকনং 68 brs খতিয়ান নং জমি ২৬ শতাংশের মধ্যে অংশে শূন্য দশমিক দুই ছয় পাঁচ শতাংশ হারিস খতিয়ান নং ২৬১ উক্ত তফসিল বর্ণিত খতিয়ানের কৃত বাঁশঝাড় থাকে এ সময় মজিবর রহমান সহ।
তার পুত্ররা কথায় নিষেধ করলে এবং প্রতিপক্ষদের বেআইনি কর্মকাণ্ডকে মোবাইলে ভিডিও ধারণ করতে থাকলে সকল প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে মজিবর রহমান ও তারপরিবারের উপর হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি ভাবে মারপিট করে প্রতিপক্ষ হামলায় নয়ন মিয়া উরফি মিয়া।
আব্দুল হামিদ মজিবুর রহমান জেনেথি বেগম গুরুতর রক্তাক্ত আহত হয়, হামলায় হইচই শব্দে আশেপাশে মানুষ আস্তে থাকলে ছুটে আসতে সন্ত্রাসীরা হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]