মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্কাস আলী (৪৭) কে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। গতকাল শনিবার ধুরইল আইডিয়াল কেজি স্কুল সংলগ্ন পাকা রাস্তার ধারে ফ্ল্যাট বাড়ি থেকে তাকে আটক করা হয়। আক্কাস আলী ধুরইল তালুকদার পাড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে। রবিবার (১৯ অক্টোবর) বিকালে আটক আক্কাস আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, আটক আক্কাস আলী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর মামলার আসামী। স্থানীয়রা জানান, আওয়ামী লীগের শাসনামলে আক্কাস আলী নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে হেলমেট বাহিনী ও কিশোর গ্যাং পরিচালনা করার অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]