শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরার তুয়ারডাঙ্গা উত্তর মাথায় ওয়াপদার রাস্তা সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে পানি উন্নয়ন বোর্ডের ৭/২ নং পোল্ডারের আওতাভুক্ত ওয়াপদার ৮০ ফুট দৈর্ঘ্য রাস্তার সংষ্কার কাজ মাটি ভরাট করা হচ্ছে। খোলপেটুয়া নদীর অতিরিক্ত জোয়ারের ফলে ৮০ফুট রাস্তায় বিভিন্ন সময়ে ফাটল ধরে ভেঙে নদী গর্ভে চলে গেলে ঝুকিপূর্ন হয়ে পড়ে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়কে অবিহিত করলে তিনি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বাঁধ পরিদর্শন শেষে স্থানীয় শ্রমিক নিয়ে সংষ্কার কাজ শুরু করেছেন। কাজ শেষ হতে যত টাকা খরচ হবে পাউবো বহন করবে বলে জানা যায়। খাজরা ইউনিয়ন বিএনপির আহবায়ক বুরহান উদ্দীন বুলু বলেন, তুয়ারডাঙ্গা ওয়ার্ড বিএনপির সদস্য শাহ জামালসহ অন্যরা আমাকে ওয়াপদার রাস্তা ঝুকিপূর্ন হয়ে পড়েছে খবর দিলে আমি ইউএনও স্যারকে বিষয়টি জানাই। ইউএনও স্যারের প্রচেষ্টায় দ্রুত সংষ্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়রা ইউএনও স্যার ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সাধুবাদ জানান তারা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]