চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং সন্তোষপুরে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বাড়ি নির্মানের অভিযোগ উঠেছে গৃহবধূ মিনু বেগমের বিরুদ্ধে। স্থানীয় সন্ত্রাসী প্রভাবশালীদের ছাত্র ছায়ায় মিনু বেগম, পূবে ক্রয় করা ভূমি মালিকের দখলকৃত জমিতে জোর খাঁটিয়ে পাকা বাড়ী নির্মান শুরু করলে প্রথম থেকেই বাধা দিয়ে আসছে, কোটের নিষেধাজ্ঞার উপেক্ষা তৈরি করছেন বাড়ি। ১৭ অক্টোবর সরেজমিনে দেখা যায়, একই দাগ নাম্বারের জমি হওয়ায় পূর্বের মালিকের দখলকৃত জমিতে বাড়ী তৈরি করছেন স্বামী বিদেশে থাকা গৃহবধূ মিনু। স্থানীয় রাসেল, রাহাত, হান্নান বলেন, গত ৮ অক্টোবর মাস্তান সন্ত্রাসীদের প্রতিরোধে রানু বেগমের মালিকানা জমিতে জোর পূর্বক বাড়ি নির্মাণ করেন মিনু বেগম। কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইন অমান্য করে। রানু বেগমের স্বামী দুই ছেলের নামে জমির নামজারি থাকা সত্ত্বেও তাহারা জমির মালিকানা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন। কোর্টের নিষেধাজ্ঞা সহ স্থানীয়ভাবে বহু সালিশি দরবার করার পরেও রানু বেগম মালিকানা জমি ভোগদখল করতে দিচ্ছে না জালাল আহমদ সহ গৃহবধূ মিনু বেগম। আরো বলেন, আদালত প্রতিপক্ষের বিরুদ্ধে কারণ দর্শানোর আদেশ ও ওসি ফরিদগঞ্জ থানাকে স্থিতাবস্থা বজায় রাখার জন্য এবং সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জ, চাঁদপুর কে সরজমিনে তদন্তপূর্বক প্রতিবেদেন দাখিলের নির্দেশ প্রদান করেন। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হানিফ সরকার বলেন, উক্ত জমি নিয়ে বহুদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। বাড়ি নির্মান করার খবর পেয়ে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির কাজ বন্ধ রাখার জন্য বিবাদীকে অবগত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]