বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরের পুরান বাজার দাসপাড়া এলাকায় দেবীর বোধন ও সপ্তমী পূজার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রাণের শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। দাসপাড়া সর্বজনীন শিব মন্দিরসহ অন্যান্য মন্দির মণ্ডপে উৎসব মুখর পরিবেশের মধ্যে ঠাকুর দর্শন ও পূজা পালন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। লোকনাথ পঞ্জিকা অনুযায়ী গত ৯ অক্টোবর মহাষষ্ঠী, ১০ অক্টোবর মহাসপ্তমী শেষে শুক্রবার ১১ অক্টোবর মহাষ্টমী ও ১২ অক্টোবর মহানবমী। এরপর ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের। এর আগে ২ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এরপর বোধনের মাধ্যমে দেবী দুর্গাকে জাগ্রত করা হয়। এবারের পূজা নিয়ে পুরান বাজার দাসপাড়া এলাকার বাসিন্দা সুমন দে বলেন, আমরা সকলেই ইতোমধ্যে উৎসবের আমেজে পূজা শুরু করেছি। এ উৎসব বাংলার প্রতিটি মানুষের সাথে ভাগাভাগি করতে চাই। কাউকে কোনো গুজবে কান না দিতে অনুরোধ করে তিনি বলেন, বিগত দিনের চেয়েও এবারের উৎসব আরও আনন্দদায়ক হবে এবং দেশের সার্বিক কল্যাণের জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করবো। দাসপাড়া শ্রীশ্রী শিব মন্দিরের প্রভাতী দূর্গা উৎসব কমিটির সাংগঠনিক সম্পাদক- শাওন দাস বলেন, পূজার প্রথম থেকেই প্রশাসন আমাদের সহায়তা করছে, আনসার এবং পুলিশ সদস্যরা দিন রাত পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এক প্রশ্নের জবাবে দাসপাড়া সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের প্রভাতী দূর্গা উৎসব কমিটির সাধারণ সম্পাদক- বেবিন্টন দাস কিরণ বলেন, পুরান বাজার দাসপাড়ায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের মধ্যে একটা চমৎকার ভ্রাতৃত্ব রয়েছে। এ ছাড়া আমাদের মণ্ডপগুলোতে ৬ জন করে পুলিশ ও আনসার পাহারা দিচ্ছেন। সেনাসদস্যরা পালাক্রমে মণ্ডপে এসে ঘুরে ঘুরে দেখছেন। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এছাড়া বিএনপি, জামায়াতের নেতারাও আমাদের সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, দাসপাড়া সর্বজনীন শ্রীশ্রী শিব মন্দিরের প্রভাতী দূর্গা উৎসব কমিটির ভারপ্রাপ্ত সভাপতি- লিটন সাহা, সাধারণ সম্পাদক- কিরণ দাস, সহ সাধারণ সম্পাদক- সুমন দে, সাংগঠনিক সম্পাদক- শাওন দাস, সহ-সাংগঠনিক- শুভ্রত দাস, কোষাধ্যক্ষ- স্বপন দে, সহ কোষাধ্যক্ষ- অনিক সাহা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- দেবব্রত পাল সহ কমিটির অন্যান্য সকল সদস্যরা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]