শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে উপজেলা সদরে খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মরহুম দীন আলী সরদারের ছেলে অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য গোলাম মোস্তফা (৬৭) ও ধলবাড়িয়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মরহুম দাউদ আলী সরদারের ছেলে শওকাত আলী (৬৫)। কালিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটার এসএম হাদিউজ্জামান এবং কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, একটি বিকল যাত্রবাহী বাসকে (ঢাকা মেট্রো-জ ১৪-০৩২৪) কালিগঞ্জ বাস টার্মিনালের দিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাচ্ছিল একটি ট্রলি। বাসটি খান বাহাদুর আহছানউল্লা (র.) সেতুতে উঠার পূর্বমুহূর্তে দড়ি ছিড়ে গেলে সেটি পিছিয়ে এসে একটি মোটরচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় মোটরভ্যানটি উল্টে যেয়ে গুরুতর জখম হন গোলাম মোস্তফা ও শওকাত আলী। ঘটনাস্থল থেকে ট্রলি নিয়ে চালক পালিয়ে যায় এবং বাস ফেলে রেখে পালিয়ে যায় বাসটির চালক। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ঘটনাস্থল থেকে গুরুতর জখম অবস্থায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বলে জানান ফায়ার সার্ভিসের ওই সদস্য।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]