মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
রাজশাহীর মোহনপুর কেশরহাট পৌর এলাকায় মাছের ফিড মিলে বয়লার বিস্ফোরিত হয়ে চার শ্রমিক গুরতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে কেশরহাট পৌর ভবনের পূর্বপাশে অবস্থিত সততা ফিড মিলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মীরা আহতদের। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোন। পরে এঘটনায় দগ্ধ কেশরহাট পৌর সদর এলাকার মজিবুর রহমানের ছেলে মোঃ রাব্বানী (৩৫)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্য নেওয়া হয়েছে।
ঘটনার পর থেকে ফিড মিল মালিক কেশরহাট পৌর এলাকার আব্দুর রহমানের ছেলে রাজীব হোসেন পলাতক রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে বারোটার দিকে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে মিলের কিছু অংশ উড়ে গিয়ে পাশের ডোবায় পড়ে যায়। খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন। স্থানীয়দের অভিযোগ,মিলটি অনেকদিন ধরেই অবৈধভাবে চলছে। শ্রমিকরা ফিড তৈরীর কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে বয়লারের ফুটন্ত গরম পানিতে রাব্বানী নামে এক শ্রমিকের দেহের অংশ ঝলসে যায় এবং মনসুর (৫৫), মোখলেছ (৩৬), আউয়াল (৩৮) দগ্ধ হন। তাদেরকে মোহনপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। মোহনপুর থানা ওসি আব্দুল হাননান বলেন, আহতদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করা হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]