মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
নরসিংদী পিবিআই স্ব-উদ্যোগে ফিড ব্যবসায়ী দৌলত খানের মামলাটি গ্রহণ করে এবং দ্রুত অভিযান পরিচালনা করে ২ জন গ্রেফতার করেন। গত তিন অক্টোবর রোমান ওরফে (বাবু) ও জাহিদ নামের স্থানীয় কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য দুই জন আসামিকে গ্রেফতার করেন। পিবিআই গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আসামিরা দৌলত খানের হত্যাকাণ্ডে জড়িত থাকায় ১৬৪ ধারা জবানবন্দি প্রদান করে।গত ৩০ সেপ্টেম্বর নিয়তের স্ত্রী রোকেয়া খানম বাদী হয়ে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা নং-২২, ধারা-৩০২/৩৪।গত ২৮ সেপ্টেম্বর সন্ত্রাসীরা সন্ধ্যা থেকেই চুরির ফাঁদ পেতে ট্রাকের ব্যাটারি চুরি করার অভিনয় করতে থাকে। টের পেয়ে নিহত দৌলত খান পোল্টি ফার্মের দুজন কর্মচারিকে নিয়ে ঘর থেকে বের হন। বাড়ির পশ্চিমে ১০০ গজ দূরে মোরশেদ ফকিরের বাড়ির পাশে গেলেই ওতঁপেতে থাকা সন্ত্রাসীরা দৌলত খানকে দেখেই দেশীয় অস্ত্র দিয়ে এলো পাতালি কোপাতে থাকে এবং মৃত্যু নিশ্চিত করে চলে যায়। নিহত দৌলত খানের বুকের পাজর, লিঙ্গ, হাত ও পা কেটে ফেলে। এ বিষয়ে মামলার তদন্ত কারি পিবিআই কর্মকর্তা বলেন, মামলার কিছু গোপনীয়তা বিষয় আছে আমরা এখন কিছু বলতে পারব না। নরসিংদীর ,শিবপুর উপজেলা চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জুয়া, লুটতরাজ, কিশোর গ্যাং ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, নিরাপত্তাহীনতা জীবন যাপন করছেন সাধারন জনগণ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]