মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বৈষম্য দূরীকরণ ও ১০ম গ্রেডে অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের সামনে বগা-বাউফল মহাসড়কের পাশে এ মানববন্ধন করেন তাঁরা। ঘন্টাব্যাপি প্রায় তিন শতাধিক শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষন করে তাদের নানা দুর্ভোগের বিষয়ে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুমকি একে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজভী আক্তার, পূর্ব চরগরবদী হাজী আব্দুল গণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, দেবীরচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লিজা আক্তার, মোঃ জামাল হোসেন, নাঈমুল হাসান শুভ, মেহেদী হাসান, অমিত সেন ও মোঃ আব্দুল হক প্রমুখ।বক্তারা তাদের ন্যায্য দাবি বাস্তাবায়নের জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দাখিল করেন।।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]