মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে জেরে পৃথক হামলার ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। গত সোমবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চক মদনপুর গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে দুই জনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, একই গ্রামের মৃত এবারত আলীর পুত্র নজরুল ইসলাম (৬৫) ও মৃত ময়ান শেখের পুত্র মো. সুলতান মাহমুদ (৫৫)। তারা উভয়েই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে শেরপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার আর্জিতে একপক্ষ দাবী করেন, গত সোমবার সকালে বাড়ির প্রাচীর নির্মাণের সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে তার চাচা নজরুর ইসলাম ও সুলতান মাহমুদের উপর হামলা চালায়। এ সময় তারা গুরুতর আহত হন। মামলায় যাদের আসামী করা হয়েছে তারা হলেন, চক মদনপুর গ্রামের জয়নাল শেখের পুত্র মো. জিয়া শেখ (৪২), জিয়া শেখের স্ত্রী জোছনা খাতুন, মৃত টিক্কা শেখের পুত্র মো. রাহাত শেখ (৩২) ও আপন শেখ (২০), মৃত জয়নাল শেখের স্ত্রী বাছির বেওয়া ও পুত্র মোঃ আইয়ুব শেখ (৪২)। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যেই মারামারির ঘটনা ঘটেছে। দুই পক্ষের লোকজনই আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]