শিফা বিশেষ প্রতিনিধিঃ দক্ষিণ চট্টগ্রাম বন বিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বিট কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে টাকার বিনিময়ে সংরক্ষিত বনভূমির জায়গা বাড়ি নির্মাণ, মুরগির ফার্ম, মৎস্য খামার, বনের গাছ, মাটি, বালি,বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। এইসব বিষয়ে সাতগড় বিট কর্মকর্তা রফিকুল ইসলাম থেকে জানতে চাইলে ওনি গণমাধ্যমকে জানান, চুনতি বন বিভাগের ৫০ একর জবরদখলকৃত জায়গা উদ্ধার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে চুনতি রেঞ্জের সাতগড় বিটের আওতাধীন এলাকা থেকে এইসব জায়গা উদ্ধার করতে সক্ষম হয়। এর মধ্যে রয়েছে ১৭ টি মৎস্য খামার, ১০টি পানের বরজ ও ১টি মালটা বাগান। আপনাদের যে সংবাদটি জানিয়েছে সেইটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন কাল্পনিক এবং উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রীমহলের গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। যে সংবাদ প্রকাশ করা হয়েছে তাহা সম্পূর্ণ কল্পনা প্রসূত ও অপপ্রচার মাত্র। পরো সংবাদের তথ্য মিথ্যা ভিত্তিহীন বানোয়াট এবং কোন এজেন্ডা বাস্তবায়নে ঘৃণ্যতম বহিঃপ্রকাশ। প্রকৃত বিষয় হচ্ছে, চুনতি রেঞ্জের সাতগড় বিটের আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সার্বিক নির্দেশনায় সহকারী বন সংরক্ষক মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এবং আমার সার্বিক সহযোগিতা প্রায় ৫০ একর বনভূমি দখল মুক্ত করে জবরদখল মুক্ত করা হয়। এমনকি অভিযানে বিভিন্ন রেঞ্জ কর্মকর্তা সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। কিন্তু কতিপয় মহল এ উচ্ছেদ অভিযানকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের মাধ্যমে অভিযোগ করে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় মেতে উঠেছে।বরং ভূমিখেকোদের কবলে থাকা বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করা হয়েছে। সেখানে টাকা দাবী করার প্রশ্নই আসে না। টাকা যদি দাবি করতাম। ৫০ একর বনভূমি জবরদখল মুক্ত করে উচ্ছেদ করতাম না। সকল বনখেকো একত্র হয়ে বনবিভাগের বিরুদ্ধে মিথ্যা বিষাদগার করেছেন। আমি প্রজা তন্ত্রের একজন কর্মচারী হিসেবে বন ও বনজ সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছি। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছি। কতিপয় লোক নিজেদের স্বার্থ হাসিল করতে না পেরে সাংবাদিক ভাইদের মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক তথ্য সরবরাহ করেছে মাত্র।আমি এই মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের নিকট যাচাই-বাছাই পূর্বক সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি। এই ব্যাপারে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান করছি।
্্
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]