মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস—চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় তার সঙ্গে হল প্রভোস্ট, সহকারী হল প্রভোস্টসহ একাধিক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নবনিযুক্ত ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম একটি পরিদর্শন টিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ পরিদর্শন করে শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নেন। এসময় আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের আবাসিক হলের বিভিন্ন সমস্যার কথা মনযোগ সহকারে শুনে পর্যায়ক্রমে দ্রুত সমাধানের আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে নবনিযুক্ত ভাইস—চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে ধারাবাহিকভাবে সমাধানের উদ্যোগ নেয়া হবে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সমস্যাসমূহ নিরসনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং এলাকাবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]