কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১২তম দিবসের আলোচনায় বক্তারা
অমুসলিম রোগীকে দেখতে যাওয়াও নবী করিম (সা.) সুন্নত যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ১২তম দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা হামেদ হাসান। চুনতি হাকিমিয়া কামিল অনার্স মাস্টার্স মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন কক্সবাজারের মাওলানা আবরার হোছাইন আসহাবী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মাওলানা এনামুল হক, ঢাকার আলহাজ্ব মাওলানা আবদুল্লাহ আল আমীন। বক্তারা বলেন অমুসলিম রোগী হলেও তাকে দেখতে যাওয়াও নবী করিম (সা.) সুন্নত। নবী (সা.) অমুসলিম রোগীদের দেখতে যেতেন এবং তাদের ঈমানের দাওয়াত দিতেন। তাদের সেবা করতেন। আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ইহুদি নবী করিম (সা.)-এর খেদমত করত। সে অসুস্থ হলে আল্লার রাসুল (সা.) তাকে দেখতে গেলেন। তার মাথার দিকে বসে নবীজি বলেন, তুমি ইসলাম গ্রহণ করো। তখন সে তার পিতার দিকে তাকাল। পিতা বলেন, তুমি আবুল কাসেমের (নবীর) অনুসরণ করো। ফলে সে ইসলাম গ্রহণ করল। তখন হযরত মোহাম্মদ (সা.) এই বলে বের হলেন, আল্লাহর শুকরিয়া, যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত,সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী,আলহাজ্ব আবু তাহের, এইচ.এম. মাহাবুবুল হক,শাহাজাদা মাওলানা মোহাম্মদ ইমাম বায়হাকি ইতমাম, সাইফুদ্দিন মোহাম্মদ তারেক। কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন হাফেজ সোলতানুল হক আফফান, আবু ওবাইদা মুহাম্মদ শাকিল, ক্বারী মাওলানা নুর আহম্মদ, আমিমুল ইহসান রাফি, হাফেজ হোছাইন মুহাম্মদ নাহিদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]