মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর মোহনপুরে আইনশৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে থানা পুলিশের আয়োজনে উপজেলা হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। সঞ্চালনায় ছিলেন আসন্ন শারদীয় পূজার সভাপতি রনজিত কুমার আরকে রতন। প্রধান অতিথির বক্তব্যে হেলেনা আক্তার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের সহযোগিতায় মোহনপুর থানা পুলিশ সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, প্রতিমা প্রস্তুতকরণ, প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সুপার তাঁর বক্তব্যে উল্লেখ করেন। এছাড়াও সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও যে কোন উস্কানি বা গুজব রোধে সকলকে একযোগে সোচ্চার ও সচেতন থাকার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, এটা আমার আপনার সবার দেশ, একযোগে সবাইকে নিরাপত্তা দিতে সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,মোহনপুর থানার তদন্ত অফিসার তাছের আলী,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলার সাধারণ সম্পাদক প্রতাম প্রামানিক,হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের সভাপতি কমল সরকার, সাংগঠনিক প্রশান্ত, প্রত্যেক শারদীয় পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক সহ সম্মানিত সদস্যগণ অত্র উপজেলার প্রতিটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ মোহনপুর থানার অফিসার ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]