কামরুল ইসলাম চট্টগ্রামঃ
কিছু দিন পূর্বে চট্টগ্রাম সেন্টাল প্লাজার বনিক সমিতির নির্বাচনে হেরে গেলেন সেন্টাল প্লাজার দীর্ঘ দিনের সভাপতি মোস্তাক আহমদ, মোস্তাক আহমদের বাড়ি আমিরাবাদ ইউনিয়ন মাষ্টার হাট এলাকার জাফর আহমেদের পুত্র বলে জানান এলাকাবাসী। তিনি বেশ কিছু বছর যাবৎ সেন্টাল প্লাজার সভাপতি ছিলেন স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পাশাপাশি মোস্তাক আহমেদের ও পতন হয়েছে বলে উল্লেখ করেন স্থানীয় জনসাধারণ। সেন্টার প্লাজার বনিক সমিতির ব্যবসায়ী নেতারা বলেন মোস্তাক আহমেদের সাথে লোহাগাড়া সাতকানিয়ার এমপি মোতালেব সিআইপি এবং কেন্দ্রীয় নেতাদের সাথে খুবই দহরম মহরম সম্পর্ক ছিল সেই সুবাদে সেন্টাল প্লাজা বনিক সমিতির সভাপতি হিসেবে বিভিন্ন দূর্নীতি করছে। অথচ কেউ মুখ খুলতে সাহস পাইনি কারণ হিসেবে আওয়ামী লীগের নেতা ও এমপি মোতালেব কে দায়ী করেন ব্যবসায়ীরা। কিন্তু মৌখিক ভাবে প্রতিবাদ করতে না পারলে ও এইবারের নির্বাচনে গোপন ভোটের মাধ্যমে এই দূর্নীতিবাজ ব্যবসায়ী মোস্তাক আহমেদের পতন ঘটিয়েছে। জাতিয় নির্বাচনে তিনি তার বাড়িটি মোতালেব সিআইপির নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন। নির্বাচনে মোতালেব সিআইপি এমপি জয় হওয়ার পর তার বাড়িতে আওয়ামী লীগের নেতা কর্মী এবং মোতালেব সাহেবের উপস্থিতির মাধ্যমে আনন্দ উল্লাস করেন। ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণ বলেন যেমন কর্ম তেমন ফল। তার বিরুদ্ধে সেন্টাল প্লাজার ব্যবসায়ীরা বিভিন্ন অভিযোগ দায়ের করেন সেন্টাল প্লাজার ব্যবসায়ীরা আরও বলেন দূর্নীতিবাজ ও স্বৈরাচারীরা যতই ক্ষমতাধর হোক কেন একদিন না একদিন পতন হবেই মোস্তাক আহমদ সেন্টাল প্লাজার সভাপতি হয়ে নিজেকে প্রধান মন্ত্রী মনে করেছিল তাই আজ স্বৈরাচারী হাসিনা সরকারের পাশাপাশি তারও পতন হয়েছে তার এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন অসহায় মানুষ। বিএনপি ও জমাত শিবিরের সিনিয়র নেতৃবৃন্দের কাছে ব্যবসায়ী ও এলাকাবাসীর অনুরোধ এই ধরনের হাইব্রিডদের যেন কোন ধরনের চাড় দেওয়া নাহয়। এই বিষয়ে নিয়ে মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করতে চাইলে মোস্তাক আহমেদের মোবাইল ফোন বন্ধ তাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]