কামরুল ইসলাম চট্টগ্রামঃ
চুনতীর ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৬ষ্ঠ দিবসের আলোচনায় বক্তারা বলেন ন্যায়পরায়ণ শাসক হলেন আল্লাহ ও তাঁর বান্দাদের মাঝখানে প্রতিনিধিত্বকারী।যুগশ্রেষ্ঠ আলেম হযরত মাওলানা হাফেজ আহমদ প্রকাশ শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৪তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.) ৬ষ্ঠ দিবসের অনুষ্ঠান চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে ২০ সেপ্টেম্বর ২০২৪ জুমাবার অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন চুনতী হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদ্রাসার আঞ্জুমানে তোলাবায়ে সাবেকীন সভাপতি আলহাজ্ব মাওলানা মমতাজুর রহমান ও রামু গর্জনিয়া ফয়জুল উলুম ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আইয়ূব। চুনতি হাকিমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসাইন ও সিনিয়র শিক্ষক মাওলানা জিয়াউল করিম এর যৌথ সঞ্চালনায় বিষয় ভিত্তিক আলোচনা করেন সাতকানিয়া কাঞ্চনা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল মন্নান শামসী, বাকলিয়া মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শরাফত হোছাইন, লোহাগাড়া ফরেস্ট অফিস জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুর রহমান, চুনতী শাহ মঞ্জিল মসজিদে বায়তুল্লাহ খতিব মাওলানা জাফর সাদেক ইকবাল, রামু গর্জনীয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন ছিদ্দিকী, সাতকানিয়া গারাংগিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কুতুব উদ্দিন, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা বি.এম মুফিজুর রহমান আজহারী। বক্তারা বলেন ন্যায়পরায়ণ শাসক হলেন আল্লাহ ও তাঁর বান্দাদের মাঝখানে প্রতিনিধিত্বকারী ব্যক্তি যিনি তার পবিত্র কালাম শুনেন এবং তার প্রজাদেরকেও শুনান, যিনি আল্লাহর দিকে দৃষ্টিপাত করেন এবং তার প্রজাদেরকেও দেখান (অর্থাৎ, আল্লাহর সৃষ্টিরহস্য ও বিধানাবলির হেকমতসমূহ নিয়ে তিনি গবেষণা করেন এবং প্রজাদের সামনেও তুলে ধরেন), এবং যিনি আল্লাহর আনুগত্য করেন এবং প্রজাদেরকেও আল্লাহর প্রতি পরিচালিত করেন। আল্লাহ আপনাকে যে রাজত্ব দিয়েছেন তাতে আপনি সে গোলামের মতো হয়েন না, যাকে তার মুনিব আমানতদার মনে করে তাঁর ধনসম্পদ ও পরিবার-পরিজনের হেফাজতের দায়িত্ব দিয়েছেন; কিন্তু সে তাঁর ধন-সম্পদ অপচয় করেছে এবং পরিবার-পরিজনকে বিপথগামী করেছে এবং এভাবে সে তাঁর পরিবারকে নিঃস্ব করে ছাড়ল আর ধন-সম্পদ ধ্বংস করে ফেলল। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আবদুস শুক্কুর, ফুলকলি’র ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব শাহ আলম।মাহফিলে আরো উপস্থিতি ছিলেন মাহফিল মোতওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আযাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, আলহাজ্ব আবু তাহের, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ হাফিজুল হক নিজামী,এইচ.
এম. মাহাবুবুল হক, আলহাজ্ব ইসমাইল মানিক,
শাহজাদা তৈয়বুল হক বেদার,সাইফুউদ্দিন মোহাম্মদ তারেক, কাজী আরিফ ইসলাম,মাওলানা আমিনুর রহমান সিদ্দিকি,মাওলানা মোহাম্মদ জমিল উদ্দিন।কোরআন তেলাওয়াত ও না’আতে রসূল (স.) পরিবেশন করেন ক্বারী আরিফ আলী, মাওলানা ওমর ফারুক, হাফেজ আহমদ সাদ, হাফেজ কবির আহমদ, হামিম আহসান, মাওলানা মুজিবুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]