মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার জেলা ধুনট উপজেলা ভান্ডারবাড়ী ইউনিয়নের যমুনা নদীর শিমুলবাড়ি, বৈশাখী ও বথুয়ারভিটা চর রক্ষা এবং স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল ১১টার দিকে ধুনট উপজেলা ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ পাশে শিমুলবাড়ি বন্যা নিয়ন্ত্রণ বাঁধএ মানববন্ধন হয়। এতে শিমুলবাড়ি, বৈশাখী, বথুয়ারভিটা, রাধানগর, মল্লিকপাড়া, কচুগাড়ি, কৈয়াগাড়ি ও বানিয়াজান গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তব্যে দেন সাবেক চেয়ারম্যান মোঃ জল্হরুল ইসলাম নানু, সাইফুল ইসলাম ভেঁটু তালুকদার,রানু তালুকদার, রেজাউল মন্ডল,ঊমর আলী,সানু,মিলন রুবেল মন্ডল, লতিফ মন্ডল।মানববন্ধনে বক্তারা বলেন, যমুনার বৈশাখী ও বথুয়ারভিটা চর নদীতে বিলীন থাকার পর আবারও জেগে উঠেছে। চরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকেরা চরে ফসল চাষ করে আবারও ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। কিন্তু অসাধু বালু ব্যবসায়ীরা চরাঞ্চল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় চরগুলো বিলীনের আশংকা তৈরি হয়েছে।এছাড়া সরকারি ভাবেও বালু মহাল ইজারা দেওয়ার চেষ্টা চলছে। এতে নদীর চরগুলো রক্ষা করা সম্ভব নয়। চরগুলো রক্ষার জন্য স্থায়ীভাবে বালু উত্তোলন এবং মহাল ইজারা মোসাস বেলাল এন্ড ব্রাদার্স বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]