ডেক্স রিপোর্টঃ
লক্ষ্মীপুরে হিন্দু ধর্ম ত্যাগ করে-লক্ষ্মীপুর চকবাজার মসজিদে এশার নামাজের পর ইসলাম ধর্ম গ্রহন করেন, হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক(বাংলা)বর্তমান লক্ষীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতন মজুমদার, শান্তির বার্তা বহনকারী ইসলাম ধর্ম গ্রহন করেছেন।তাহার বর্তমান নাম মোঃ সাইফুল্লাহ।
রতন মজুমদারকে ইসলামের সুশীতল ছায়াতলে স্বাগতম জানিয়েছেন।বিদ্যালয়ের শিক্ষক,ছাত্রছাত্রী,আলেম ওলামা ও সুশীল সমাজের মুসলমানগন।
আল্লাহ্ তায়ালা তাহার বিগত দিনের সকল ভুল ত্রুটি গুলো ক্ষমা করে দেয়, এবং মোঃ সাফুল্লাহ্ স্যার যেন রাসূলে কালেমার আলোতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পথে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে।সবাই তাহার জন্যে দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
ফ: +8801716159137
Mail: [email protected]