মোঃ নাজমুল হাসান বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম রেজা বলেছেন, বিএনপি জনগনের দল, জনগনের ভালোবাসায় আজকের বিএনপি সারা বাংলাদেশে একটি জনপ্রিয় দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ দল শহীদ জিয়াউর রহমান সৃষ্টি করেছিলেন মানুষের কল্যানের জন্য, মানুষের সাথে মাস্তানি করার জন্য দল সৃষ্টি করেনি। সুতরাং মানুষের সেবক হতে পারলে দল করেন। দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজের ঠাঁই হবে না। রোববার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটায় কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের আয়োজনে গোদারবাগ বাজারে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ১৬ বছর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে। আমরা কোন ধরনের কর্মকান্ডে যেন জড়িত হতে না পারি সে জন্য আমাদেরকে দূরে রেখেছিল সরকার। আমরা বিগত সরকারের আমলে ঠিকমত ঘরে ঘুমাতে পারিনি। তারা আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে। ১৬ বছর আমরা এবং আমাদের নেতাকর্মীরা কিছুই করতে পারিনি। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের অত্যাচারে আমাদের নেতাকর্মীরা ঠিকমত ঘরে ঘুমাতে পারেনি। আমাদের ওপর অনেক নির্যাতন চালানো হয়েছে। মানুষকে বিচারের নামে এরা প্রহসন করতো। টাকার বিনিময়ে এরা বিচারের রায় দিত। তবে আমরা চাই বিগতদিনে আওয়ামী লীগ যেটা করেছে বিএনপি সেটা থেকে দূরে থাকবে। যারা করবে তাদের জন্য বিএনপি শাস্তির ব্যবস্থা করবে। শুধু শাস্তি না, তাদেরকে দল থেকে বহিস্কার করে পুলিশের হাতে তুলে দেয়া হবে।মোহাম্মদ সেলিম রেজা আরো বলেন, আমরা শুরু থেকে আপনাদের পাশে আছি, থাকবো। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবসময় কাজিপুরের মানুষের খোঁজ খবর রাখছেন। সকলের পাশে থাকার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন।খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও খাসরাজবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডাঃ ইউসুফ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সাইদুল ইসলাম, কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবুল, ডক্টরস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ আতিকুল ইসলাম আতিক, খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ময়না, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় হাসান জীবন, যুবদলের সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল রানা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন, পৌরসভার বিএনপির সদস্যসচিব তুষার তালুকদার, পৌরসভার যুবদলের সদস্য সচিব হাসান আলী, ছাত্রদলের আহ্বায়ক সাগর আলী, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হাসান রতন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]