কামরুল ইসলাম চট্টগ্রামঃ
ছাত্র–জনতার আন্দোলনকে দমন করতে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করায় ক্ষতির সম্মুখীন হয়েছে অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে এক তরুণ ব্যবসায়ী। তার নাম নুর মোহাম্মদ। নগরীর হালিশহরে তিনি বসবাস করেন। গতকাল চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল হকের আদালতে ব্যবসায়ী নুর মোহাম্মদ মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী মো. আলী আরাফাত, ঢাকা মেট্টোপলিটন পুলিশের ডিবির সাবেক প্রধান হারুন উর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার প্রমুখ। মামলায় অজ্ঞাত আরো ১০০ জনকে আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত বাদীর অভিযোগটি তদন্ত করার জন্য কাউন্টার টেররিজম ইউনিটকে নির্দেশ দিয়েছেন। মামলার আরজিতে বলা হয়, বাদী নুর মোহাম্মদ দুরন্ত সাপ্লাইয়ার ও দুরন্ত বাজার নামের দুটি অনলাইন সফটওয়্যার ভিত্তিক ব্যবসায়ী। তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করেন। অনলাইন ভিত্তিক এ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রায় ২০০ জন কর্মচারী রয়েছে তার। বাদীর দৈনিক অনলাইনে লেনদেন হয় প্রায় ২০ লাখ টাকা। গত ১৮ জুলাই আসামিদের যোগসাজশে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে দেশে গণহত্যা পরিচালনা এবং শিক্ষার্থীদের ওপর নির্যাতনের উদ্দেশ্যে দেশে ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবা বন্ধ করে দেওয়া হয়। যার ফলে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানসহ দেশের সকল ব্যবসা বন্ধ থাকে। জনগণের অধিকার হরণ করে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখায় দেশের বাণিজ্যিক খাতে প্রায় ১ লাখ কোটি টাকা ক্ষতি হয়। আর বাদী নুর মোহাম্মদের ব্যবসায়িক ক্ষতি হয় ১০ কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]