শিফা বিশেষ প্রতিনিধিঃ
সমঝোতা না করলে বাদী ও সাক্ষীদের হত্যার হুমকি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন আমিরাবাদ এলাকায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে আসামিরা। মামলায় সমঝোতা না করলে তাদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। এ অবস্থায় মামলার বাদী, সাক্ষী ও তাদের পক্ষের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন মামলার বাদী, সাক্ষী এবং তাদের পরিবারের স্বজনরা। এতে লিখিত বক্তব্য ও প্রদান করেন সাংবাদিকদের কাছে। উল্লেখ্য যে,২১সালে আসামীরা বাদীকে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা বহন করার কু-প্রস্তাব দেয়। বাদী তাদের কু প্রস্তাবে রাজি না হওয়ায়, বাদী ও সাক্ষীর ছবি একসাথে যুক্ত করে, সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও অশ্লীল বাক্য লিখে অপপ্রচার চালান। এ ঘটনায় গত ১৮-০৭-২০২১ ইং তারিখে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনালে মিজানুর রহমান মিজান, মিসকাতুর রহমান, মামুনুর রশীদ মামুন,রেহেনা আক্তার ও নাজমুল হুদা চৌধুরীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা দায়ের করেন।যাহার দরখাস্ত নং-৯৬/২০২১,সাইবার মামলা নং -৪১/২০২৩ ইং(চট্টগ্রাম)। মামলার পর আসামীরা আদালত থেকে আত্মসমর্পণ করে জামিন লাভ করে। কিন্তু তারা জামিন নেওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেছে। তারা এ মামলায় সমঝোতা করে নেওয়ার জন্য বাদী ও সাক্ষীদের চাপ দিচ্ছে। সমঝোতা না করলে হত্যা করা হবে বলেও হুমকি দিয়েছে। সাক্ষী নাহিদুল ইসলাম হিরো বলেন,
আসামীদের সঙ্গে সমঝোতা বা আপোষ হতে পারে না। আসামিরা বাইরে থাকলে বাদী ও সাক্ষীদের ওপর হামলা করতে পারে। বাদী ও সাক্ষীরা আসামিদের জামিন বাতিল, বাদী ও সাক্ষীদের নিরাপত্তা প্রদান এবং মামলাটির দ্রুত বিচার করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক এসএম পারভেজ
মোবাইল: +8801716159137
Mail: [email protected]