মোঃ মিন্টু শেখঃ
দুর্গাপূজার আমেজ শুরু, ব্যস্ত প্রতিমা কারিগররা
আগামি ২০ অক্টোবর শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। তাই পাড়া মহল্লাসহ প্রতিটা গ্রামের মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরি ও সাজ সজ্জার কাজ। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপে মণ্ডপে থাকছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।গোপালগঞ্জসহ সারা দেশে মন্দিরে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। প্রতিটা মন্দিরেই প্রতিমাসহ সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। প্রতিমা তৈরিতে নাড়াকুটার কাজ শেষ। চলছে শেষ মুহূর্তের মাটির কাজ। এছাড়া লাইটিং ও প্যান্ডেল সাজানোর কাজও চলছে। অধিকাংশ মন্দির থেকে এক কিলোমিটার এলাকাজুড়ে থাকছে লাইটিংয়ের ব্যবস্থা। দুই চার দিনের মধ্যেই শুরু হবে রঙ্গের কাজ। ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঢাকের বাদ্যে মেতে উঠবে।
হাজারো সনাতন ধর্মাবলম্বীরা। দেবী দূর্গার আগমনে দূর হবে সকল অশুভ শক্তি। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এ উৎসবে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। এদিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রতিটি মণ্ডপে থাকবে পুলিশের নজরদারি সহ সিসি ক্যামেরা। মন্দিরের প্রতিমা কারিগর পিজুষ জানান, আজকের মধ্যেই আমাদের মাটির কাজ শেষ হবে। দুই থেকে তিন দিন পরই আমরা রংয়ের কাজ শুরু করবো। পূজা উদযাপনের তিন চার দিন আগেই আমাদের প্রতিমা তৈরির কাজ শেষ হবে। পূজা উদযাপন কমিটি প্যান্ডেল তৈরি থেকে শুরু করে সব কাজ শেষের পথে। ভাটিয়াপাড়া অনেক এলাকায় পূজা উদযাপন কমিটির সাথে কথা হয়েছে, মন্দিরের প্রতিমা কারিগর জানান, নাড়াকুটার কাজ আমরা অনেক আগেই শেষ করেছি। দিনরাত মিলিয়ে প্রতিমা তৈরির কাজ করছি। আজ আমাদের মাটির কাজ শেষ হবে। মাটি শুকানোর পরই আমরা রংয়ের কাজ শুরু করবো। এখানে পূজা উপলক্ষে ৫ দিন ব্যাপী উৎসব চলবে।